শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যূত মহাকৌশল এক্সপ্রেসের ৮টি কামরা

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

image

 

 

 

 

মধ্যরাতে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল জব্বলপুর-নিজামুদ্দিন মহাকৌশল এক্সপ্রেস। বুধবার রাত ২টো ৭মিনিট নাগাদ উত্তর প্রদেশের মাহোবা জেলার কাছে ওই ট্রেনের ৮টি কামরা লাইনচ্যূত হয়ে যায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন গিয়ে যাত্রীদের প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

মাহোবা ও কুলপাহাড় স্টেশনের মাঝে ট্রেনের পিছনের দিকের ৮টি কামরা লাইনচ্যূত হয়ে যায়। এর মধ্যে রয়েছে ১টি এসি সেকেন্ড ক্লাস কামরা, ৩টি এসি থার্ড ক্লাস কামরা ও ৪টি স্লিপার ক্লাস কামরা। বাকি কামরাগুলি নিয়ে ট্রেনটি এ দিন সকাল ৬টা ৪৫ নাগাদ গন্তব্যস্থল দিল্লির নিজামুদ্দিন স্টেশনের দিকে রওনা দিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তর মধ্য রেলের জেনারেল ম্যানেজার এম সি চৌহান। রয়েছেন অন্য আধিকারিকরাও।রয়েছেন ওই এলাকার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুনীল কুমার বশনে। উদ্ধারকাজ চলছে। তিনটি বাসের মাধ্যমে যাত্রীদের ঘটনাস্থল থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। যাত্রীদের খাবার ও জল দেওয়া হয়েছে।

ঝাঁসি, গোয়ালিয়র, বান্দা ও নিজামুদ্দিন স্টেশনে হেল্পলাইন খোলা হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

ট্রেনের বিস্তারিত তথ্য: জব্বলপুর-নিজামুদ্দিন মহাকৌশল এক্সপ্রেস। 

ট্রেন নং: ১২১৮৯

হেল্পলাইন নম্বর

মথুরা: ০৫৬৫-২৪০২০০৮

কানপুর: ০৫১২-১০৭২/২৩২৩০১৫/২৩২৩০১৬/২৩২৩০১৮

এলাহাবাদ: ০৫৩২-১০৭২/০৫৩২-২৪০৮১৪৯

ঝাঁসি: ০৫১০১-১০৭২

গোয়ালিয়র: ০৭৫১-১০৭২

বান্দা: ০৫১৯২-১০৭২

নিজামুদ্দিন স্টেশন (দিল্লি): ৭২৫১০/৭২৩৮৯ (পি অ্যান্ড টি-২৪৩৫৯৭৪৮)

নিউ দিল্লি স্টেশন: ২২৬২৩/ (পি অ্যান্ড টি- ২৩৩৪২৯৫৪/২৩৩৪১০৭৪)

সূত্র :আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *