যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে গত মঙ্গলবার এক মা ও তার মেয়ে একই হাসপাতালে সন্তান প্রসব করেছেন। মজার ব্যাপার হলো, মা হিদার পেন্টিকফ ও মেয়ে ডেসটিনি মার্টিন একই দিনে অন্তঃসত্ত্বা হন। তাদের প্রসবের সম্ভাব্য দিনও একই তারিখে নির্ধারণ করা হয়।
মা-মেয়ের স্বাস্থ্যগত কারণে গত মঙ্গলবার প্রসবের চূড়ান্ত তারিখ নির্ধারণ করেন ফোর্ট মায়ার্সের লি মেমোরিয়াল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। মা পেন্টিকফ প্রথম কন্যাসন্তান প্রসব করেন। তার নাম রাখা হয় ম্যাডেলিন। এর তিন ঘণ্টা পর ডেসটিনি জন্ম দেন ছেলে সন্তানের। তার নাম রাখা হয় ড্যামিয়েন। ফলে, পেন্টিকফের নাতি ও তার নবজাতক কন্যার বয়স একই এবং তারা বেড়েও উঠবে একই সঙ্গে।