ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

Slider খেলা

Exif_JPEG_420

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁওয়ে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি T-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মার্চ) বিকাল ৩ টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে উক্ত প্রীতি  T-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উক্ত প্রীতি ম্যাচের সার্বিক সহযোগীতায় ছিল ঠাকুরগাঁও জেলা প্রশাসন।

উক্ত প্রীতি T-20 ক্রিকেট ম্যাচে ঠাকুরগাঁও জেলা প্রশাসন, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ, ঠাকুরগাঁও সদর থানা, জেলা শিল্পকলা একাডেমীতে কর্মরত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচে শুক দলকে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আব্দুল আওয়াল এবং টাঙ্গন দলকে নেতৃত্ব প্রদান করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান বাবু।

টাঙ্গন দল নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে শুক দল ৫ ওভারে ৭৪ রান সংগ্রহ করলে আলো স্বল্পতার কারণে ম্যাচটি ড্র ঘোষণা করেন ম্যাচের আম্পায়ারদ্বয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মহসীন আলী, জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালসহ আরও অনেকে।

সবশেষে উক্ত প্রীতি  T-20 ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে শুভেচ্ছা পুরষ্কার তুলে দেওয়া হয় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *