২৫ মার্চ ভয়াল কালো রাত …… …রাফেজা ইমরোজ

Slider সাহিত্য ও সাংস্কৃতি

17505645_1880142212245071_1033743146_n

 

 

 

 

 

 

 

২৫ মার্চ ভয়াল কালো রাত

…… …রাফেজা ইমরোজ

.. শোন কান পেতে,

নিশিথ নিবিঢ় রাত্রিতে,

বিভৎস হুংকার,

লাশের পব লাশ,

হায়েনার মহা তান্ডব,

কেঁপে কেঁদে উঠেছিল

বাংলার অাকাশ বাতাস

…. ২৫ মার্চ ভয়াল কালো রাত

… হানাদার বাহিনীর রক্তলোলুপ

বীভৎসতায় স্তম্ভিত বাংলার কোটি জনতার

অশ্রুসিক্ত আঁখিপাত…..

হানাদার বাহিনীর নির্মম, নিষ্ঠুর,

নৃশংসতার চিহ্ন বক্ষে লয়ে লাখো সৈনিক

নটি মাস অকাতরে দিয়েছে জীবন মাতৃভুমির লাগি,

করেনি মাথা নিচু হটেনি পিছু

…. শত আঘাতেও.

… ২৫ মার্চ ভয়াল কালো রাত

.. হানাদার বাহিনীর নির্মম,

নিষ্ঠুর, নৃশংসতার চিহ্ন বক্ষে লয়ে

কত ভায়ের শাণিত রক্তে রঞ্জিত হল

বাংলার মাঠ-ঘাট প্রান্তর বাঁচাতে মা,

বোনের সম্মান…

স্বামীহারা শত মায়ের বিধবার বেশ

প্রিয় হারানোর বেদনায় অধরের হাসি বাসি হল চিরতরে…..

২৫ মার্চ ভয়াল কালো রাত..

কত ত্যাগ,কত বলিদান দীর্ঘ ন’টি মাস

…….. সকল শহিদের আত্মত্যাগের স্মৃতি

চিহৃ লয়ে বাংলা ”মা” তোমার বুকে

প্রতিটি বাঙ্গালী অনন্তকাল করে যাবে

বেদর্নাত হৃদয়ে সুখ-আনন্দ মিশ্রিত বিজয় উল্লাস.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *