গাজীপুরে বাইরে থাকায় ৪জনের দন্ড

Slider জাতীয় বাংলার আদালত


গাজীপুর: করোনা ভাইরাস মোকাবেলা কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে গতকাল ‍শুক্রবার গাজীপুর মহানগরের ধীরাশ্রম রেলস্টেশন, ধীরাশ্রম বাজার, করমতলায় অবস্থিত মাজার, মীরেরবাজার, তালটিয়া বাজার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাফিজা জেসমিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর ।

অভিযানকালে বিনার কারণে বাইরে ঘুরাঘুরি করায় ধীরাশ্রম বাজার, মীরের বাজার ও তালটিয়া বাজারে দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ জন ও ২৬৯ ধারায় ৪ জন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় খোলা থাকা চা এর দোকান বন্ধ করার নির্দেশ দেয়া হয়। এ সময় ধীরাশ্রম রেলস্টেশন এবং মাওলানা ইসমাইল শাহ মাজার,করমতলায় কোন জনসমাগম পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *