ঢাকা : রেস্টুরেন্টের খাবারের মান যাচাইয়ের লক্ষে রাজধানীতে ভ্রাম্যমান আদালত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয় ।
আজ ২২ মার্চ রাজধানীর মিরপুরে অবস্থিত বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে বেলা ১১.০০ টা হতে ০৫.০০ টা পর্যন্ত ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয় । অভিযান পরিচালনাকালে পঁচা এবং বাসি খাবার রাখার জন্য হোটেল ধানসিঁড়িকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা এবং মেজবান হোটেলের ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মোট ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।
রাজধানীতে ভ্রাম্যমান আদালত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পরিচালিত এই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান কর্তৃক উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়।