স্কটল্যান্ডের জন্য ‘তৃতীয় পন্থা’ প্রস্তাব করবেন গর্ডন ব্রাউন

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

57826_gordon-brown

 

 

 

 

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন যখন স্বাধীনতার জন্য গণভোট প্রসঙ্গে সোচ্চার তখন বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বিকল্প পন্থা প্রস্তাব করেছেন। স্বাধীনতার পরিবর্তে স্কটল্যান্ডকে ব্যাপক পরিসরে নতুন ক্ষমতা দেয়ার কথা বলছেন তিনি। আজ শনিবার এক বক্তব্যে গর্ডন ব্রাউন এই ‘তৃতীয় পন্থা’ প্রস্তাব করবেন বলে খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। এতে স্কটল্যান্ডকে অন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের এখতিয়ার এবং ভ্যাট নির্ধারনের ক্ষমতা দেয়ার কথা বলবেন। এছাড়াও তিনি ইইউ ক্ষমতাকে ওয়েস্টমিনিস্টারে রাখার বদলে স্কটিশ পার্লামেন্ট, ওয়েলস অ্যাসেম্বলি ও অঞ্চলগুলোতে ফিরিয়ে দেয়ার আহ্বান জানাবেন। এটা করা হলে ইইউতে স্কটল্যান্ড বর্তমানে যে ৮০ কোটি পাউন্ড অবদান রাখে, ব্রেক্সিটের পর এ বিষয়ের ওপর নিয়ন্ত্রণ পাবেন স্কটরা। স্কাই নিউজের খবরে আরো বলা হয়, নিকোলা স্টার্জেন যখন এসএনপি’র বসন্তকালীন সম্মেলনে স্বাধীনতা গণভোট প্রসঙ্গে তার কণ্ঠ জোরালো করার প্রস্তুতি নিচ্ছেন, তখনই সমঝোতার একটি পথ প্রস্তাব করবেন মি. ব্রাউন। সাবেক এই প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, এটা প্রত্যেক পক্ষের জন্যই মানানসই হবে। তিনি আরও বলবেন, ‘তৃতীয় পথটা স্কটল্যান্ডকে একদিকে বৃটেনে থাকার সুবিধা দেবে। অপরদিকে ইউরোপের সঙ্গে যথাসম্ভব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পথ সুগম করবে। এছাড়াও. মি. ব্রাউন চান, ব্যাংক অব ইংল্যান্ডÑ ব্যাংক অব ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড হোক। যেখানে প্রতিনিধিত্ব করবে যুক্তরাজ্যের সকল অংশের কর্মী। খবরে বলা হয়, ব্রাউনের এই প্রস্তাবে স্টার্জেনের সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা কম। এসএনপি নেতা স্টার্জেন সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে, ২০১৮’র শরৎ আর ২০১৯’র বসন্তের মাঝামাঝি স্বাধীনতা গণভোট আয়োজনের চেষ্টা করবেন। অবশ্য গণভোটের দিনক্ষণ নিয়ে তিনি যুক্তিসম্মত আলোচনা করতে রাজি আছেন বলে দলের নেতাদের বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *