জন্মদিনে নূহাশ পল্লীর লিচুবাগানে নীরব হুমায়ূন উল্লাস ঢাকায়

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

grave of homayon

ফাহিমা নূর/ শারমিন সরকার

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৫.কম
গাজীপুর অফিস : জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৬তম জন্মদিনে কবি তার প্রিয় নূহাশ পল্লীর হাতে গড়া লীচু বাগানে নীরবে শুয়ে আছেন। জীবন্ত মানুষের ফুল আর কেক কাটার মাধ্যমে নয় তিনি এখন প্রকৃতির শুভেচ্ছায় সিক্ত হয়ে পরবাসে একাকী জন্মদিন পালন করছেন।

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের সবুজ ঘেরা প্রকৃতিতে কবির নিজে হাতে গড়া নূহাশ পল্লীর লিচু বাগানে স্থায়ী ঠিকানায় নীরবে শুয়ে আছেন তিনি। জন্মদিনে ঢাকায় বিভিন্ন স্থানে উৎসব মুখর অনুষ্ঠান হলেও কবির মাজারে তেমন কোন আনুষ্ঠানিক অনুষ্ঠান হচ্ছে না।

নুহাশ পল্লীর ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল বলেছেন, স্যার জীবিত থাকতে যে ভাবে জন্মদিন পালন করেছেন নূহাশ পল্লীতে ঠিক ওই ভাবেই জন্মদিন পালিত হচ্ছে। রাত ১২টা ০১ মিনিটে কবির কবরের পাশে কেক কাটা হয়েছে। কেক কাটার সময় মোমবাতি প্রজ্বলন করা হয়। ভোর ৪টার সময় হমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন নুহাশ পল্লীতে আসেন। ভোরেই কেকে কেটে তিনি ঢাকায় ফিরে যান।

সাইফুল ইসলাম বুলবুল আরো বলেন, স্যারের জন্মদিন পালনের তেমন আর কোন আনুষ্ঠানিক সূচি নূহাশে নেই। ঢাকায় বড় করে পালিত হচ্ছে জন্মদিন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *