হলিউড ছবির দৃশ্যায়ন নোয়াখালীতে

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

57414_hollywood-film

 

 

 

 

বাংলাদেশে হলিউড ছবির শুটিংয়ের ঘটনা নতুন কিছু নয়। ১৯৫৬ সালের ছবি ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ’-এর শুটিং হয়েছিল বাংলাদেশের লাউয়াছড়া উদ্যানে। সর্বশেষ ২০১৪ সালে চট্টগ্রাম বন্দরে বিখ্যাত নির্মাতা নিকোলাস সাইমনের একটি ছবির শুটিং হয়। সেই ধারাবাহিকতায় এবার নোয়াখালীতে দৃশ্যায়ন হলো হলিউডের নতুন আরেক ছবি ‘পাস্টেন স্টোরি’র। গত রোববার থেকে এর বেশকিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী রেলস্টেশনে এ হলিউড সিনেমার দৃশ্যধারনের কাজ হয়। ১২ই মার্চ দুপুরে রেলওয়ে স্টেশণের সামনে শুটিং দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ করা যায়। ১৯৪৭ সালে লহ্মীপুর জেলার মান্দারী এলাকায় হিন্দু-মুসলমাদের মধ্যে দাঙ্গা ও হাঙ্গামা হয়। এরপর ওই এলাকার স্থানীয় এক ব্যক্তি মোজাফফার বিনিতা ভৌমিক রায়কে নিয়ে এসে চৌমুহনী রেলওয়ে স্টেশনের মালবাহী ট্রেনে উঠিয়ে দেন। তিনি ট্রেনে চড়ে কলকাতায় যান। কিন্তু ট্রেন থেকে কলকাতানা না নেমে লন্ডনে পাড়ি জমান বিনিতা। তারপর সেখানে পড়ালেখা করে ডাক্তারি পাশ করেন তিনি। পরবর্তীতে সেখানে চিকিৎসক হিসেবে ভালো সুনাম অর্জন করেন তিনি। তারই জীবন কাহিনী নিয়ে তৈরি হচ্ছে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *