গ্রাম বাংলা ডেস্ক: পুলিশ দম্পতি হত্যা মামলায় জেল হাজতে আটক ঐশী রহমানসহ তার দুই বন্ধুর বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত বিচার আদালতে স্থানান্তরের আদেশ দেয়া হয়েছে। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-৩ এর বিচারক এবিএম সাজেদুর রহমানের আদালতে এখন থেকে মামলাটির বিচারকার্য চলবে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হকের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। মামলার বাদী ও ঐশীর চাচা মো. মশিহুর রহমান রুবেলসহ ১৯জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলার অভিযুক্ত অন্য দুই জন হলেন- ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি (২৭), মিজানুর রহমান রনি (২৫)।