বিবিআইএস’এর সাপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

Slider গ্রাম বাংলা

IMG_20170312_222916

হাফিজুল ইসলাম লস্কর :: সিলেটের ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

 রোববার সকাল ১১টায় নগরীর হাউজিং এস্টেটস্থ স্কুলের নিজস্ব ক্যাম্পাসে এ ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক মো. কাউসার জাহান কওসর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুল এন্ড কলেজের সহ
সভাপতি সৈয়দ ফজলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে মাহমুদুল হক।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক মুহিবুর হুসেন চৌধুরী, নাজভীন আক্তার, বিজিৎ দেব রায়, নাহিদা আক্তার, আলাউর রহমান, বাবুল দাস, সুমন মাহমুদ প্রিন্স, মাহবুব আলম, মোহাম্মদ জুবায়ের চৌধুরী, প্রসেনজিৎ ভট্টাচার্য, আব্দুর রাকিব ভূইয়া, মোঃ হারুনুর রশিদ, মোঃ এমরাজ চৌধুরী,
ইসমত আরা খান, নাদিয়া শারমিন।

সপ্তাহ ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. কাউসার জাহান কওসর বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যাতে অগ্রসর হতে পারে সেই লক্ষ্যে বিবিআইএস সপ্তাহব্যাপি ক্রীড়া সপ্তাহের আয়োজন করা হয়েছে।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *