কোহলিকে পেছনে ফেললেন শাহজাদ

Slider খেলা সামাজিক যোগাযোগ সঙ্গী

8b96f8b031c6e3418841ac4ebe174d01-58c535056906d

 

 

 

 

 

বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রহে শাহজাদ পেছনে ফেলেছেন ভারত-অধিনায়ককে। টি-টোয়েন্টি ক্রিকেটে শাহজাদ এই মুহূর্তে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটসম্যান। কোহলির অবস্থান পঞ্চম। শাহজাদের পেছনে কেবল কোহলিই নন, আছেন ডেভিড ওয়ার্নার, এউইন মরগান এমনকি ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানরা।

ক্রিকেটের ছোট সংস্করণে সবচেয়ে বেশি রান নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামের। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডেরই মার্টিন গাপটিল।
৫৮টি ম্যাচ খেলে শাহজাদের মোট রান ১ হাজার ৭৭৯। কোহলির চেয়ে ৭০ রান বেশি শাহজাদের। কোহলির রান ১ হাজার ৭০৯। কোহলি ম্যাচ খেলেছেন ৪৮টি। শাহজাদের অবশ্য তৃতীয় স্থানে উঠে আসার সুযোগ সামনেই। গাপটিলের চেয়ে তিনি মাত্র ২৭ রান দূরে আছেন।
এই তালিকায় বাংলাদেশের দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসানের অবস্থান যথাক্রমে ২৪ ও ২৮। তামিমের রান ১২০২, সাকিবের ১১৫৯।

টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক—

ব্যাটসম্যান   ম্যাচ রান
ব্রেন্ডন ম্যাককালাম ৭১ ২০৪১
তিলকরত্নে দিলশান ৮০ ১৮৮৯
মার্টিন গাপটিল ৬১ ১৮০৬
মোহাম্মদ শাহজাদ ৫৮ ১৭৭৯
বিরাট কোহলি ৪৮ ১৭০৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *