টুইটারে জয়ীদের অভিনন্দন জানালেন মমতা

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

image (1)

 

 

 

 

 

 

 

পাঁচ রাজ্যের ভোটের ফলাফলে গেরুয়া ঝড়। ঐতিহাসিক জয় উত্তরপ্রদেশে। জয় উত্তরাখণ্ডেও। অন্যদিকে, পঞ্জাবে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাহু গাঁধী এবং অখিলেশ যাদবের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেস-সপা জোটের হয়ে প্রচার সেরেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর নোট বাতিলের তীব্র বিরোধিতা শোনা গিয়েছিল তাঁর গলায়। কিন্তু ভোটের ফলাফল বের হওয়ার পর কংগ্রেস, সপা এবং বিজেপি’র সঙ্গে সমান দূরত্ব বজায় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান দিলেন যে তিনি এবং তাঁর দল শুধুমাত্র ভোটরদেরই সম্মান করে।

পাঁচ রাজ্যের ফলাফল স্পষ্ট হতেই টুইটারে ভোটারদের উদ্দেশে শুভেচ্ছা জানালেন মমতা। তেমনই দল-নির্বিশেষে সব দলের জয়ী প্রার্থীদেরও অভিনন্দন জানালেন তিনি। তবে কারও নামই উল্লেখ করেননি তিনি।  বরাবর কেন্দ্রের মোদীর সরকারের বিরোধিতা করে এলেও পাঁচ রাজ্যের ভোট চলার সময়ে কার্যত চুপ ছিলেন তৃণমূলনেত্া ্

কিন্তু ভোটের ফল ঘোষণার পরে ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ মমতার পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। দলের কর্মীদের কাছেও তা অন্য বার্তা দেবে। তাই তিনি টুইটে লিখেছেন— ‘গণতন্ত্রে সবার সবাইকে শ্রদ্ধা জানানো উচিত। কারণ, কেউ জেতে, কেউ হারে। মানুষকে বিশ্বাস করুন।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট।

দ্বিতীয় টুইটে মমতা লিখেছেন, ‘বিভিন্ন রাজ্যে জয়ীদের অভিনন্দন। নিজেদের পছন্দ বেছে নেওয়ার জন্য ভোটারদেরও অভিনন্দন। যাঁরা পরাজিত, তাঁরা ভেঙে পড়বেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *