লালমনিরহাটে ৫দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোদ্বন ।

Slider ফুলজান বিবির বাংলা

17203932_637991673053411_913629324_n

 

 

 

 

 

এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার-আসবে সুদিন ঘরে সবার’ এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে ৫দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।

বুধবার বিকেলে জেলার কালেক্ট্ররেট মাঠে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরন প্রকল্প, খামারবাড়ি ঢাকার অর্থায়নে লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ মেলার আয়োজন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রেজাউল আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট-কুড়িগ্রাম জেলার সংরক্ষিত মহিলা সাংসদ এ্যাড. সফুরা বেগম রুমি এমপি। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সফুরা বেগম রুমি এমপি বলেন, একমাত্র কৃষির মাধ্যমেই দেশে সমৃদ্ধি আনা সম্ভব। তাই আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে দেশ আজ কৃষিতে স্বয়ংসম্পুর্ন। আগে যেখানে বিঘা প্রতি ১০/১২ মন ধান উৎপাদন হতো, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে আজ সেখানে ৩০/৩২ মন ধান উৎপাদন সম্ভব হচ্ছে। আর এজন্য বর্তমান আ’লীগ সরকার কৃষির উপর কোটি কোটি টাকা ভুর্তকি দিচ্ছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এসএম রশিদুল হক, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীকসহ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ডিডি বিভুতি ভুষন রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিদর্শক মোঃ হামিদুর রহমান। এ সময় লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। বিভিন্ন এজিও সহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিভিন্ন দপ্তর এতে অংশ গ্রহন করে। মেলায় ছোট বড় মোট ৩০টি স্টল রয়েছে। এ মেলা আগামী ১২ মার্চ পর্যন্ত এ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *