ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ, ম্যাজিস্ট্রেটসহ আহত ৩,

Slider সারাদেশ

56676_thumbM_map

 

ফেনী প্রতিনিধি; ফেনীর ফুলগাজীতে বুধবার মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাদক ব্যবসায়ীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাসহ আহত হয়েছে ৩ জন। এ ঘটনায় এক আনসার সদস্য নিখোঁজ রয়েছে।
আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান হিসেবে বুধবার মধ্যরাতে মাদক ব্যবসায়ীদের ধরতে ভারতীয় সীমান্ত এলাকা ফুলগাজী উপজেলার বদরপুরের খানা বাড়িতে অভিযান চালায়। এসময় বেশ কয়েকজন মাদক বিক্রেতাকে মাদকসহ হাতেনাতে ধরে ফেলে। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটলে স্থানীয় মাদক বিক্রেতারা সংঘবদ্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় মাদক বিক্রেতাদের হামলায় ম্যাজিস্ট্রেট সোহেল রানা শরীরে গুরুতর আঘাত পান। তিনি ছাড়াও আহত হয় ভ্রাম্যমাণ আদালতের আরো দুই সদস্য। এ ঘটনার পর এক আনসার সদস্য নিখোঁজ রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
ফুলগাজী থানার পরিদর্শক এস এম মোর্শেদ জানান, নিখোঁজ আনসার সদস্যের খোঁজে রাতেই ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে। আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *