গাজীপুর; গাজীপুরের সালনা বাজারে চার ভুয়া ডিবি পুলিশক আটক হয়েছে। বুধবার বিকালে জেলার সালনা এলাকায় জনতা এদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়রা জানায়, সন্দেহজনক ভাবে চলাফেরা করায় জনতা তাদের আটক করে। তারপর উত্তম মধ্যম দিয়ে পুলিশকে ডেকে পুলিশের নিকটে সোপর্দ করেন। সংবাদ পেয়ে র্যাবও ঘটনাস্থলে আসে।