ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস পালিত

Slider গ্রাম বাংলা

JUTE-Baliadangi-500x350

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “সোনালী আশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় পাট দিবস ২০১৭ উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা পৌনে ১১ টায় র‍্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর হতে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো পদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, বালিয়াডাঙ্গী থানার তদন্ত অফিসার এ.টি.এম সিফাতুল মাজদার, উপজেলা কৃষি অফিসার শাফিয়ার রহমান, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রামনাথ বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *