টাঙ্গাইলের সখীপুরের জোনাব আলী (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া মোড় এলাকায় ট্রাকের সঙ্গে সিএসজি চালিত অটো-রিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে জোনাব আলী গুরুতর আহত হয়। পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। জোনাব আলী সখীপুর উপজেলার যাদবপুর মধ্যপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।