ডিজনির ‘সমকামী’ চলচ্চিত্র নিষিদ্ধের কথা ভাবছে রাশিয়া

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

56127_dis

 

 

 

 

নির্মাতা প্রতিষ্ঠান ডিজনির নতুন চলচ্চিত্র ‘বিউটি এন্ড দা বিস্ট’ রাশিয়ার “সমকামী প্রোপাগান্ডা” বিরোধী আইন লঙ্ঘন করেছে কিনা তা যাচাই করে দেখছেন দেশটির কর্মকর্তারা।
রুশ সংস্কৃতিমন্ত্রী ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, যাচাই করে দেখার পর চলচ্চিত্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। চলচ্চিত্রটিকে “পাপের নির্লজ্জ প্রচারণা” হিসেবে বর্ণনা করেছেন একজন সংসদ সদস্য।
বিউটি এন্ড দা বিস্টের এই পুন:নির্মাণটিতে প্রথমবারের মতো ডিজনির কোন চলচ্চিত্রে সমকামী চরিত্র দেখা যাবে।
রুশ আইনে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে “সমকামী প্রচারণা” চালানো নিষিদ্ধ।
২০১৩ সালের একটি আইনে সমকামিতাকে “অপ্রথাগত যৌন সম্পর্ক” হিসেবে বর্ণনা করা হয়। মানবাধিকার সংস্থা এবং সমকামী অধিকার সংস্থাগুলো এই আইন পাশে ক্ষোভ প্রকাশ করেছিল।১৯৯৩ সাল থেকে রাশিয়ায় সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না এবং ১৯৯৯ সালে মানসিক অসুস্থতার তালিকা থেকেও সমকামিতাকে বাদ দেয়া হয়।
যদিও সাম্প্রতিক বছরগুলোতে সমকামীদের ওপর বেশ কিছু হামলার খবর পাওয়া গেছে।
বিউটি এন্ড দা বিস্টের পরিচালক চলচ্চিত্রটিতে “বিশেষ সমকামী মূহুর্তের” কথা বলেছেন ।
রুপকথা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে লেফু নামের একটি চরিত্রকে সমকামী হিসেবে দেখানো হয়েছে।
আগামী ১৬ই মার্চ রাশিয়ায় চলচ্চিত্রটি মুক্তি পাবার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *