গাজীপুরে ৫ঘন্টায় এক মাসের মামলা করেছে ট্রাফিক বিভাগ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

 

DSC08350

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : ফিটনেস বিহীন গাড়ি সনাক্ত করে ৫ঘন্টায় ১৪৪টি মামলা করেছে গাজীপুর ট্রাফিক বিভাগ। দিন শেষে এই সংখ্যা এক মাসের রেকর্ড ভঙ্গ করতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার(১০নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত গাজীপুর জেলার ৬টি স্পটে অভিযান চালিয়ে ১৪৪টি ফিটনেস বিহীন গাড়ি সনাক্ত করে একটি করে মামলা করেছে গাজীপুর ট্রাফিক পুলিশ।

পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোডে ২০টি, কলেজ গেটে ১৭টি, গাজীপুরায় ৪টি, জয়দেবপুর চান্দনা চৌরাস্তায় ৪৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। একই সময় ঢাকা-উত্তরবঙ্গ রোডের কালিয়াকৈরের চন্দ্রায় ২০টি ও সিলেট বাইপাসের মীরের বাজারে ৪০টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়।

গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি) সাখাওয়াত হোসেন জানান, প্রাচরণার কারণে ফিটনেস বিহীন গাড়ির আজ তেমন ভাবে রাস্তায় আসেনি। তবে এক মাসে প্রায় ২’শ ৫০টির মত মামলা হয়। সোমবার ৫ঘন্টায় ১৪৪টি মামলা হয়েছে। এখনো হচ্ছে। আশার করা যায়, দিন শেষে এক মাসের মামলা একদিনেই হয়ে যাবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *