গাজীপুরের মেয়র ও ৫ কাউন্সিলর সহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

1618673_762982593751401_8804302851805491387_n

স্টাফ করেসপন্ডেন্ট

গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মান্নানকে প্রধান আসামি করে ৪০ জনের নাম উল্লেখ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩০০/৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
রোববার রাতে জয়দেবপুর থানায় এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম রেজা এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, মামলায় মেয়র মান্নান ছাড়াও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার, জেলা বিএনপির উপদেষ্টা শহীদুজ্জামান, জেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী রুশদী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর বিএনপি নেতা হাসান আজমল ভূইয়া, শিরিন চাকলাদার, তানভীর আহম্মেদ, খাইরুল আলম, ফয়সাল সরকার, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ ও সদর থানা যুব দলের আহ্বায়ক বশির আহম্মেদ বাচ্চুকে আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে পুলিশের কর্তব্য কাজে বাঁধা, হাঙ্গামা সৃষ্টি এবং মারধর করে পুলিশকে আহত করার অভিযোগ আনা হয়েছে বলে জানান ওসি।

রোববার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে সিটি করপোরেশনের মেয়র এমএ মান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে জেলা ও নগর বিএনপি।

এ সময় মিছিলকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে অন্তত ১৭ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়। এসময় পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *