বৃটিশ মন্ত্রী ঢাকায়

Slider ফুলজান বিবির বাংলা

55825_b4

 

ঢাকা; বৃটেনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক মন্ত্রী অলোক শর্মা ৩ দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। গতকাল দুপুরে তিনি বাংলাদেশে পৌঁছান।
মন্ত্রীর সফর বিষয়ে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশন জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ, ব্যবসায়ী সমপ্রদায়ের প্রতিনিধি, নাগরিক সমাজ, সংখ্যালঘুসহ নানা ধর্ম-বিশ্বাসের লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। একই সঙ্গে শিভেনিজ অ্যান্ড কমনওয়েলথ এলামনাই’র প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ঢাকা সফরের সূচনা পর্বে দেয়া বিবৃতিতে (অন এরাইভাল স্টেটসম্যান্ট) বৃটিশ মন্ত্রী অলোক শর্মা বলেন, মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আমি অত্যন্ত অনন্দিত। বাংলাদেশ ও বৃটেন দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক এবং শক্তিশালী বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। এখানে (সফরকালে) আমি আমাদের এ সম্পর্ককে আগামী দিনে কীভাবে আরো শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা করবো। সেই আলোচনার মধ্যে রয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের বিদ্যমান (পারস্পরিক) সহযোগিতাকে কীভাবে আরো শক্তিশালী করা যায়, অত্যন্ত মর্যাদাপূর্ণ শিভেনিজ স্কলারশিপ প্রোগ্রামসহ শিক্ষা খাতের যোগাযোগগুলোকে আরও গভীরতর করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরো বাড়ানো। ২০১০ সালে বৃটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসেন অলোক। ২০১৬ সালে তিনি মন্ত্রীত্ব পান। পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার আগে প্রায় ২০ বছর আন্তর্জাতিক আর্থিক খাতে কাজ করেছেন। উল্লেখ্য, আজ তিনি তার বেসরকারি কর্মসূচিগুলোতে অংশ নেবেন। আগামীকাল প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *