টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আনসার ক্যাম্পে অস্ত্র লুটের মূলহোতা ও ক্যাম্প কমান্ডার পিসি আলি হেসেনকে হত্যাকারী রোহিংগা ডাকাত নুর আলমকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৭ এর কমান্ডার লে. কর্ণেল আশিকুর রহমানের নেতৃত্বে র্যাব সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নুর আলমকে আটক করে। তাকে নিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধারে র্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু পশ্চিমকুল গহিন পাহাড়ি এলাকায় র্যাবের অভিযানে টেকনাফ আনসার ক্যাম্পের লুট হওয়া ৬টি অস্ত্র (এসএমজি এবং রাইফেল) উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১২ থেকে ১ টার মধ্যে ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্দুজ্জামান ও র্যাবের মহা পরিচালক বেনজির আহামদের প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। উল্লেখ্য, গত বছরের ১১ মে টেকনাফের নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরের আনসার ক্যাম্পে হামলা চালিয়ে আনসার সদস্যকে হত্যা এবং ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট করা হয়।