পাওয়া, না পাওয়ার কবিতা ও মন আজ মন ছুঁয়েছে

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী

10301304_306665739534727_991709920897325097_n

(১)পাওয়া, না পাওয়ার কবিতা

——— নূরুন নাহার শ্রাবণী

তোমার ভেতরে ভুলবশত ঢুকে;
মনের ভেতরে গড়ে পাললিক ক্ষত।
তুমি আঁকাবাঁকা ধান ক্ষেতের আল
আমি সময়ের বহতার মতো সমান্তরাল।
তোমার অনেক কিছুই, যা কিছু;
তা আমার দু-মুঠো চাল চুলো।
সম্পর্ক যেখানে রাস্তার ধুলোবালি,
ধরতে আসিনি, আমি
তোমাকে ছাড়তে এসেছি

(২)মন আজ মন ছুঁয়েছে
——————-
নয়নে কাজল পরিনি, কপালে দেইনি টিপ
তুমি বেসেছিলে ভালো, আঁধারে জ্বেলেছিলে প্রদীপ
হাওয়ায় গোলাপের সুবাস বইছে, মনে ভালোবাসার আগুন
তোমার স্পর্শে এ জীবন, যেন এক সোনালী ফাগুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *