পাটগ্রামে দুদকের গণশুনানী, দুর্নীতিবাজদের সতর্ক বার্তা

Slider রংপুর
17006335_633674666818445_354889809_n
এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সরকারী কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানি ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলার কর্মকর্তা কর্মচারী ও সর্বস্তরের জনগণকে নিয়ে একটি র‌্যালি বের হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের মুল অনুষ্ঠানে মিলিত হয়। এরপরে সকাল ১১টার দিকে আপামর জনসাধারণকে নিয়ে দুদক কর্মকর্তা ও কর্মচারীদের এই শুনানি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের মানুষ উপজেলার বিভিন্ন অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের অনৈতিক কর্মকান্ডের বিষয়গুলো দুর্নীতি দমন কমিশনের উপস্থিত সদস্যদের অবগত করান। এসময় উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে, আজিজপুর মৌজার হাবিবুল হক বলেন, ঐ অফিসে দীর্ঘদিন ধরে একটি রেকর্ডের বিষয়ে ঘুরেছি, কিন্তু কোন কাজ হয়নি। উপজেলা সেটেল্টমেন্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ করে, জোংরা ইউনিয়নের সাবেক ছিটমহল অধিবাসী বলরাম বলেন, জমির বৈধ কাগজপত্র থাকার পরও আমি জমি ভোগদখল করতে পারছি না। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে অফিসে যোগাযোগ করেও কোন কাজ হয়নি। জমির দখল পাইনি, রেকর্ডও পাইনি। এছাড়া উপজেলার কৃষি অফিস, বিদ্যুৎ অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মৎস্য অফিস, প্রাণী সম্পদ অফিস নিয়েও উপজেলাবাসী বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। এসময় উপস্থিত প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের কমিশনার নাসির উদ্দীন আহমেদ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান সরকার দুর্নীতি বিরোধী সরকার। আপনারা সতর্ক হয়ে যান। জনগণের স্বার্থ পরিপন্থী কোন কাজ করলে ও সঠিক সেবা দিতে না পারলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলমের সভাপতিত্বে উক্ত গণশুনানি অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার নাসির উদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক সনাক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিুজুল হক বীর প্রতীক, জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, পুলিশ সুপার এসএম রশিদুল হক সহ উপজেলার বিভিন্ন স্তরের জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *