‘নিষিদ্ধ’ ইরানেই গেল অস্কার

Slider সারাবিশ্ব

18c9070054b78833c64f8a74f3516a56-58b39ba3792a3

ঢাকা; ‘দ্য সেলসম্যান’ ছবির দৃশ্যপ্রতিবছরই অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগটি নিয়ে সিনেমাপ্রেমীদের দারুণ আগ্রহ থাকে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। বরং উত্তেজনাটা এবার আরও বেশি। যে নির্মাতাকে ধর্ম ও জাতীয়তার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, সেই নির্মাতার হাতেই গেল অস্কার।৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের সেরা বিদেশি ভাষার পুরস্কারটি গেছে ইরানে, আসগর ফারহাদির ‘দ্য সেলসম্যান’ ছবিটির জন্য।

জয়ী ছবিটি ছাড়াও মনোনয়ন-লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে ছিল ডেনমার্কের ‘ল্যান্ড অব মাইন’, সুইডেনের ‘আ ম্যান কলড উভা’, অস্ট্রেলিয়ার ‘ট্যানা’ ও জার্মানির ‘টনি আর্ডমান’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *