‘জনগণের পকেট ফাঁকা করে রাজস্ব আদায়ের সিদ্ধান্ত অযৌক্তিক’

Slider জাতীয়

55193_moksud

 

ঢাকা; রাজস্ব আদায়ের জন্য গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেছেন, সরকারি কর্মচারিদের বেতনের টাকার জন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। অথচ সরকারের নিজস্ব তহবিলে উদ্বৃত্ত অর্থ রয়েছে। যা দিয়ে বেতনের টাকা বরাদ্দ দেয়া সম্ভব।
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক কমিটির ব্যানারে অবস্থান কর্মসূচি পালনকালে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দ আবুল মকসুদ। তার সঙ্গে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ক্যাবের জ্বালানী উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে সৈয়দ আবুল মকসুদ বলেন, দেড় বছরের ব্যবধানে ফের গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে জনগণের ভোগান্তি চরমে উঠবে। গ্যাসের দাম বাড়লে শিল্পকারাখানায় উৎপাদন ব্যায় বাড়বে। সিএনজির দাম বাড়ার কারণে পরিবহন ব্যায় বাড়বে। বিদ্যুতের উৎপাদন ব্যায় বাড়বে। ফলে এই জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত জনদুর্ভোগ বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *