লিবিয়ায় বাংলাদেশ মিশনে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাষ্ট্রদূত

Slider ফুলজান বিবির বাংলা সারাদেশ

55023_mojammel

 

লিবিয়া;  যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলিস্থ বাংলাদেশ মিশনে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে অজ্ঞাত অস্ত্রধারীরা বাংলাদেশ মিশনে চলমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে। ভারী অস্ত্রের ঐ গুলি দেয়াল ভেদ করে দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে এসে পরে।
রাষ্ট্রদূত নিজেই এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রদূত জানান, সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুই পর্বের অনুষ্ঠানের গতকাল ছিল সমাপনি পর্ব। সেখানে বাংলাদেশ কমিউনিটির নারী, পুরুষ  শিশুসহ প্রায় দেড় শতাধিক উপস্থিতি ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই মিশনের বাইরে দাঁড়িয়ে অজ্ঞাত অস্ত্রধারীরা অনুষ্ঠানস্থল লক্ষ্য করে গুলি চালায়। রাষ্ট্রদূত জানান, অস্ত্রধারীদের গুলি শুরু হওয়ার পর কর্তব্যরত স্থানীয় পুলিশ পালিয়ে যায়। আচমকা ঐ গুলির ঘটনায় হকচকিত উপস্থিত কূটনীতিক, কর্মকর্তা ও অতিথিরা দূতাবাসের ভেতরে গিয়ে আত্মরক্ষা করে। রাষ্ট্রদূত আরও জানান, যুদ্ধ কবলিত লিবিয়ায় বর্তমানে তিনটি সরকার রয়েছে।  এর মধ্যে ত্রিপোলিতেই দুটি। একটি  জাতিসংঘ সমর্থিত ইউএনএ সরকার , অপরটি জিএনসি সরকার।  গুলির বিষয়টি  ঢাকাকে জানানো হয়েছে। ত্রিপোলির দুই সরকারকেই বিষয়টি জানানোর  চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *