২ ম্যাচ নিষিদ্ধ লঙ্কান ওপেনার

Slider খেলা সামাজিক যোগাযোগ সঙ্গী

54498_Dikwella

 

 

 

 

 

আন্তর্জাতিক ক্রিকেটে কাউন্সিলের (আইসিসি) আচরণ-বিধি ভাঙার কারণে সীমিত ওভারের দুই ম্যাচ নিষিদ্ধ হলেন নিরোশান ডিকওয়েলা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার এ উদ্বোধনী ব্যাটসম্যান আম্পায়ারের সিদ্ধান্তে বাজে প্রতিক্রিয়া দেখান। আম্পায়ার তাকে আউট দেয়ার পর তিনি ক্রিজের সামনে মাটিতে লাথি মারেন। এছাড়া আম্পায়ারের দিকে গরম চোখে অনেক্ষণ তাঁকিয়ে থাকেন। এতে তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেয়ার পাশাপাশি নামের পাশে যোগ হয়েছে দুই ডিমেরিট পয়েন্ট। আইসিসি’র নিয়ম অনুযায়ী ২ বছরের মধ্যে কোনো খেলোয়াড়ের নামের পাশে যদি ৪ থেকে ৭ ডিমেরিট পয়েন্ট যোগ হয় তাহলে তিনি এক টেস্ট কিংবা দুই সীমিত ওভারের ম্যাচে নিষিদ্ধ হবেন। এর আগে ৮ ফেব্রুয়ারি ডিকওয়েলার নামের পাশে ৩ ডিমেরিট পয়েন্ট যোগ হয়। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে আচরণেন কারণে তার ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেয়ার পাশাপাশি ৩ ডিমেরিট যোগ করা হয়। এতে মাত্র এক মাসের মধ্যেই তার নামের পাশে যোগ হলো মোট ৫ ডেমেরিট পয়েন্ট। ফলে আইসিসি’র নিয়ম অনুযায়ী ডিকওয়েলা দুই ম্যাচ নিষিদ্ধ হলেন। এতে বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না। এরপর ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও খেলতে পারবেন না তিনি। ২৩ বছর বয়সী ডিকওয়েলা শ্রীলঙ্কার হয়ে ৪ টেস্ট, ১১ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি খেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *