‘লিটনের খুনিরা শনাক্ত, খুব শীঘ্রই গ্রেপ্তার’

Slider ঢাকা

index

 

 

 

 

ঢাকা,   গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের খুনিরা সনাক্ত হয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক। খুব শীঘ্রই খুনিরা গ্রেপ্তার হতে পারে বলে জানিয়েছেন তিনি। আজ সকালে সাভারের আশুলিয়ায় শ্রীপুর শিল্প পুলিশ-১ এর বহুতল ব্যারাক ভবন ও অস্ত্রাগার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ কথা বলেন তিনি। শহিদুল হক আরও বলেন, এমপি লিটন হত্যাকাণ্ড তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছ। যে তিনজন ব্যক্তি মটরসাইকেলে এমপির বাড়িতে এসেছিলো তারা পুলিশের নজরদারিতে রয়েছে। খুনিদেরকে খুব শীঘ্রই ধরে গণমাধ্যমের সামনে হাজির করা হবে। পুলিশের পেশাগত জ্ঞান বৃদ্ধি করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে আইজিপি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের যথেষ্ট সাফল্য রয়েছে।
এর আগে পুলিশের মহাপরিদর্শক নারী কনস্টেবল দের প্রথম ওরিয়েন্টশন কোর্স সমাপনীর কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে শিল্প পুলিশের ডিআইজি আব্দুস সালাম, শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *