গ্রাম বাংলা ডেস্ক: এ বছরের জানুয়ারি থেকে জুন মাসে ১৭ ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার।এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ফেসবুকের কাছে ১৭টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। মোট সাতটি অনুরোধের মাধ্যমে এই তথ্য চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ফেসবুক তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অবশ্য ফেসবুক এই তথ্য দেয়নি বলেই প্রতিবেদনে দেখিয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছরের প্রথমার্ধে সরকারিভাবে ফেসবুক ব্যবহারকারীর তথ্য চাওয়ার হার গত বছরের শেষার্ধের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুকের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ফেসবুকের কাছ থেকে তথ্য পাওয়ার জন্য ৩৪ হাজার ৯৪৬টি অনুরোধ করেছে।
একই সময়ে স্থানীয় আইনের বাধ্যবাধকতায় ফেসবুকে কনটেন্ট সরিয়ে ফেলার হারও ১৯ শতাংশ বেড়েছে।
এর আগে গত বছরে শেষ ছয় মাসে ফেসবুক থেকে তিনটি কনটেন্ট সরিয়ে ফেলার অনুরোধ করা হয়েছিল ফেসবুককে। এ ছাড়া গত বছরের প্রথম ছয় মাসে ১২ জনের তথ্য ফেসবুকের কাছে চেয়েছিল সরকার।