এইচএসসি প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

Slider শিক্ষা

023749hsc_student_kalerkantho_pic

 

কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ

মাইকেল মধুসূদন দত্ত

১। মধুসূদন প্রবর্তিত ছন্দের নাম কী?

ক. ত্রিপদী     খ. পয়ার

গ. অমিত্রাক্ষর   ঘ. অক্ষরবৃত্ত

২। ‘একেই কি বলে সভ্যতা?’ কোন জাতীয় রচনা?

ক. নাটক খ. প্রহসন

গ. গল্প     ঘ. স্মৃতিকথা

৩। মধুসূদন ব্যুৎপন্ন ছিলেন কোন ভাষায়?

ক. বাংলা খ. ইংরেজি

গ. হিন্দি ঘ. বহু ভাষায়

৪। রাঘবদাস কে?

ক. কুম্ভকর্ণ     খ. রাম

গ. বীরবাহু     ঘ. বিভীষণ

৫। বাংলা সনেটের প্রবর্তক কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. জীবনানন্দ দাশ

৬। মেঘনাদ রামকে কী বলে সম্বোধন করেছে?

ক. অবতার     খ. অধম

গ. ভীতু ঘ. ভীরু

৭। ইন্দ্রের অপর নাম কী?

ক. মহাদেব    খ. বাসব

গ. বিষ্ণু      ঘ. শিব

৮। ‘মন্দ্র’ শব্দের অর্থ কী?

ক. মেঘ       খ. শব্দ

গ. সুর       ঘ. ভর্ত্সনা

৯। ‘মেঘনাদবধ কাব্য’ কয় মাত্রাবিশিষ্ট?

ক. ১৪       খ. ১৮

গ. ২২       ঘ. ২৮

১০।     ‘বসুধা’ অর্থ কী?

ক. চাঁদ       খ. পৃথিবী

গ. সাগর     ঘ. পাহাড়

১১।     ‘বিধু’ অর্থ কী?

ক. বিধান     খ. বিধাতা

গ. চাঁদ       ঘ. পৃথিবী

১২।     মেঘনাদ কাকে পথ ছাড়তে বলে?

ক. মায়াদেবীকে     খ. রামকে

গ. বিভীষণকে       ঘ. রাবণকে

১৩। মাইকেল মধুসূদন দত্তের প্রাথমিক শিক্ষা কিভাবে সম্পন্ন হয়?

ক. সরকারি অনুদানে খ. মায়ের তত্ত্বাবধানে

গ. অর্থকষ্টে        ঘ. নিজ আগ্রহে

১৪। মেঘনাদ কেন বিভীষণকে দ্বার ছাড়তে বলে?

ক. অস্ত্রাগারে যাবে বলে

খ. পিতার কাছে যাবে বলে

গ. পূজা করতে যাবে বলে

ঘ. মায়ের কাছে যাবে বলে

১৫। ‘তস্কর’ বলতে নিচের কোনটি বোঝায়?

ক. সৈন্য     খ. সাহায্য

গ. চোর     ঘ. দোষী

১৬।     মেঘনাদ লঙ্কার কলঙ্ক কিভাবে বিনষ্ট করতে চায়?

ক. যুদ্ধ করে   খ. পূজা করে

গ. যজ্ঞ করে   ঘ. প্রার্থনা করে

১৭।     ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশে ‘বাসবত্রাস’ বলতে বোঝায়—

ক. ইন্দ্রকে         খ. শিবকে

গ. মেঘনাদকে   ঘ. রামকে

১৮।     লক্ষ্মণ কিভাবে যজ্ঞাগারে পৌঁছায়?

ক. কুম্ভকর্ণের সাহায্যে

খ. মায়াদেবীর আনুকূল্যে ও বিভীষণের সহায়তায়

গ. রামের সহায়তায়

ঘ. রাবণের সহায়তায়

১৯।     ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশে অরিন্দম বলতে বোঝানো হয়েছে—

ক. রাবণ     খ. রাম

গ. বিভীষণ    ঘ. মেঘনাদ

২০।     জীমূতেন্দ্র বলতে বোঝায়—

ক. ময়ূরের পুচ্ছ     খ. মেঘের ডাক

গ. ভেকের ডাক         ঘ. হাতির গর্জন

২১।     মাইকেল মধুসূদন দত্তের হিন্দু কলেজে ভর্তি হওয়ার সঙ্গে কোন সালটি সম্পর্কিত?

ক. ১৮৩২         খ. ১৮৩৩

গ. ১৮৩৪         ঘ. ১৮৩৬

২২।     মাইকেল মধুসূদন দত্ত যেখানে মৃত্যুবরণ করেন তার সঙ্গে কোন স্থানটি প্রযুক্ত?

ক. কলকাতা    খ. পশ্চিমবঙ্গ

গ. ফ্রান্স     ঘ. বিলেত

২৩।     নিচের কোন রচনাটি মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠতম কীর্তির অন্তর্ভুক্ত?

ক. পদ্মাবতী        খ. শর্মিষ্ঠা

গ. মেঘনাদবধ কাব্য ঘ. ব্রজাঙ্গনা কাব্য

২৪।     বিভীষণ চরিত্রে কোন বৈশিষ্ট্য অনুপস্থিত?

ক. লোভ     খ. মোহ

গ. ধর্মান্ধতা    ঘ. আত্মানুশোচনা

২৫। মেঘনাদ লক্ষ্মণকে শমন-ভবনে পাঠাতে চায়, শমন-ভবন শব্দের প্রতিশব্দ কোনটি?

ক. যমালয়     খ. বিশ্রামগার

গ. শ্রীঘর     ঘ. সজ্জিত গৃহ

২৬। মধুসূদন পূর্ব হাজার বছরের বাংলা কবিতার ছন্দ ছিল কী?

ক. পয়ার     খ. মিত্রাক্ষর

গ. চৌপদী     ঘ. মাত্রাবৃত্ত

২৭। ‘হায় তাত, উচিত কি তব এ কাজ’—চরণে বিভীষণের প্রতি মেঘনাদের কোন মনোভাব ব্যক্ত হয়েছে?

ক. অনুযোগ    খ. ভর্ত্সনা

গ. মমতা     ঘ. ক্রোধ

২৮।     মৃগেন্দ্র কেশরী বলে মেঘনাদ কাকে ইঙ্গিত দিয়েছেন?

ক. রামকে         খ. রাবণকে

গ. বিভীষণকে   ঘ. নিজেকে

২৯। মেঘনাদ চরিত্রে গভীরভাবে কোনটি ফুটে ওঠে?

ক. সততা     খ. সাহস

গ. দেশপ্রেম    ঘ. বিচক্ষণতা

৩০। মধুসূদন দত্তের নামের সঙ্গে মাইকেল যুক্ত হওয়ার কারণ—

i. বিয়ে

ii. খ্রিস্টধর্ম গ্রহণ

iii. ইংরেজি শিক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. ii            খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

৩১। রাজা দশরথ ছিলেন যেমন বলী তেমনি ধীমান। ‘বলী’ বলতে বোঝায়—

i. বীর

ii. বলবান

iii. শ্রেষ্ঠ

নিচের কোনটি সঠিক?

ক. i         খ. i ও ii

গ. i ও iii    ঘ. i, ii ও iii

৩২। বিভীষণ নিজেকে যেভাবে নির্দোষ প্রমাণ করতে চায়—

i. দৈবের অধীন

ii. রাঘবদাস

iii. রাবণের আত্মকৃত ভুল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii     খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

    নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ছিদাম ও দুখীরাম দুই ভাই। ঘটনাক্রমে ছিদাম তার স্ত্রীকে খুন করলেও দুখীরাম তা নিজের ঘাড়ে চেপে নেয় এবং খুনের দায়ের ভার ফেলে দুখীরাম নিজ স্ত্রীর ওপর। কারণ দুখীরামের ভাবনায় ‘বউ গেলে বউ পাব কিন্তু ভাই গেলে আর ফিরে পাওয়া সম্ভব নয়। ’

৩৩। উদ্দীপকের দুখীরামের ভাবনার বিপরীত চরিত্রের ধারক কে?

ক. কুম্ভকর্ণ         খ. রাবণ

গ. মেঘনাদ        ঘ. বিভীষণ

৩৪। উদ্দীপকের আলোকে ওই চরিত্রের বিপরীত ভাব ফুটে ওঠে যে চেতনায়—

i. বিশ্বাসঘাতকতায়

ii. দেশাত্মবোধে

iii. দেশদ্রোহিতায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

    নিচের উদ্দীপকটি পড়ে ও ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পোশাক-আশাকে সোবহান মল্লিককে খুবই ধর্মভীরু বলে মনে হয়। কিন্তু ভেতরে ভেতরে সে দূরাচার। ১৯৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে এলাকার মুক্তিবাহিনীর ঘাঁটিতে আগুন ধরিয়ে দেয়। বিনা প্রতিবাদেই মুক্তিবাহিনী আগুনে দগ্ধ হয়।

৩৫। উদ্দীপকের সোবহান মল্লিক চরিত্রে তোমার পঠিত কোন চরিত্রের ছায়াপাত ঘটেছে?

ক. মেঘনাদ        খ. বিভীষণ

গ. বীরবাহু         ঘ. লক্ষ্মণ

৩৬। উভয় চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে ওঠে—

i. ষড়যন্ত্র

ii. জাতিসত্তার সংহতি

iii. দেশাত্মদ্রোহিতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii     খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

    নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সোহেল ও রানা দুই বন্ধুর মধ্যে গভীর সম্পর্ক। একে অপরের সুখ-দুঃখের সাথি। কিন্তু অর্থের লোভে পড়ে সোহেল রানার বিপক্ষে গোপনে শত্রুর সঙ্গে হাত মেলায়। পরে অবশ্য রানা সব বুঝতে সক্ষম হয়।

৩৭।     উদ্দীপকের সোহেল তোমার পঠিত কোন চরিত্রের প্রতিচ্ছবি?

ক. মেঘনাদ        খ. বীরবাহু

গ. বিভীষণ        ঘ. লক্ষ্মণ

৩৮। উদ্দীপকের সোহেল ও উক্ত চরিত্রে যা স্পষ্ট হয়—

i. বিশ্বাসঘাতকতা

ii. মানবিকতা

iii. স্বার্থপরতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii     খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সোহরাব রোস্তম গল্পে দেখা যায়, সোহরাবকে কিছু বলার সুযোগ না দিয়েই প্রথম সুযোগে রোস্তম তীক্ষ ধারালো তলোয়ার বের করে সোহরাবের বুকে ঢুকিয়ে দিলেন। সোহরাবের তাজা রক্ত গড়িয়ে পড়তে লাগল।

৩৯। উদ্দীপকের রোস্তম ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

ক. রাবণ      খ. মেঘনাদ

গ. বিভীষণ    ঘ. লক্ষ্মণ

৪০। এরূপ প্রতিনিধিত্বের ভিত্তি—

i. যুদ্ধের নীতি ভঙ্গ

ii. অন্যায়ভাবে হত্যা

iii. উভয়ে কপটচারী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii     খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

 

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. খ ৮. খ ৯. ক ১০. খ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. খ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. ক ৩১. খ ৩২. গ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. খ ৩৬. খ ৩৭. গ ৩৮. খ ৩৯. ঘ ৪০. ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *