নিজ বাসায় গুলিতে নিহত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের শূন্য হওয়া আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। তিনি স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। লিটনের মৃত্যুতে শুন্য হওয়া গাইবান্ধা-১ আসনে ২২শে মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উপ-নির্বাচনে গোলাম মোস্তফা আহমেদকে মনোনয়ন প্রদান করা হয় বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজের বাসায় ঢুকে গুলি করে এমপি মনজুরুল ইসলামকে হত্যা করে দুর্বৃত্তরা।