শ্রীপুরে ছাত্রের কাছে নকল সরবরাহ করায় এক শিক্ষক বহিষ্কার

Slider গ্রাম বাংলা

53071_thumbM_map

 

 

 

 

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ছাত্রের কাছে নকল সরবরাহ করার অভিযোগে এক শিক্ষককে পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া শিক্ষক আবদুল্লাহ আল হাসান পলাশ। তিনি খোজেখানি উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক।
রবিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এর গণিত পরীক্ষা চলাকালে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর কাছে নকল সরবরাহ করেন ওই শিক্ষক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম রেজা বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে একটি কক্ষে দায়িত্ব পালন অবস্থায় শিক্ষক পলাশ এক ছাত্রকে নকল সরবরাহকালে হাতেনাতে ধরে ফেলি। পরে তাঁকে পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কারসহ চলতি বছরে এসএসসি পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্যও সুপারিশ করেছেন।

এদিকে খোজেখানি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদও ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *