সৈয়দপুর এ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

Slider শিক্ষা

 

 

16652860_601637896694073_2113422444_n

 

 

 

 

 

 

নীলফামারী : “যুক্তি তর্কে বিকশিত হোক মেধা” স্লোগানকে সামনে রেখে নীলফামারীরর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “বিএইউএসটি ডিবেটিং সোসাইটি”র আয়োজনে অন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।

16684700_601637806694082_1957266413_n

 

 

বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে বুধবার বিকাল ৪ টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট পর্যন্ত এই প্রতিযোগিতা চলে। এতে “যুক্তফ্রন্ট” ও “ইলেক্ট্রিক্যাল মাইন্ড” নামের দুই দলের মধ্যে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় “যুক্তফ্রন্ট” দল বিজয় লাভ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো: ইমামুল হুদা, পিএসসি(অব:), ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও ছাত্র কল্যাণ উপদেষ্টা ড. মো: মামুনুর রশীদ সহ সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী গণ। বিতর্কটিতে স্পীকারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের প্রভাষক মাফিন মুন্তাসির রহমান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *