নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণের চুক্তি

Slider জাতীয়

52682_alim1

 

ঢাকা; নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে একটি চীনা নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার। নারায়ণগঞ্জের শহর ও বন্দর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য এই উদ্যোগ নেয়া হয়।
বুধবার সড়ক ও জনপথ বিভাগের পক্ষে প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিনো-হাইড্রো করপোরেশন লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট লিও লিওশান এই চুক্তিতে সই করেন। সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমান ঢাকার লো মেরিডিয়ান হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনের সিনো-হাইড্রো করপোরেশন লিমিটেড ৪৪৮ কোটি ৮৩ লাখ ৯১ হাজার টাকায় ৪০০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করে দেবে। প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ আশা করছে, সব ঠিক থাকলে তিন বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *