৩১ বছরে কেউ প্রভাবিত করতে পারেনি

Slider নারী ও শিশু

52642_f6

 

ঢাকা;  নির্বাচন কমিশনে প্রথম নারী কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া কবিতা খানম নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, ৩১ বছরের চাকরি জীবনে কারো দ্বারা তিনি প্রভাবিত হননি। আমরা চাইবো দেশবাসীকে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে। এই মহৎ দায়িত্ব  যেন পালন করতে পারি গণমাধ্যমের মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাই।
গতকাল দেয়া প্রতিক্রিয়ায় তিনি এমন প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে একজন নারী কমিশনার হিসেবে নিয়োগ দেয়ায় প্রেসিডেন্টের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ৪৫ বছরের যাত্রায় এবারই প্রথম একজন নারী নির্বাচন কমিশনার হলেন। এর আগে নির্বাচন কমিশনে ১১ জন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ২৩ জন নির্বাচন কমিশনার (ইসি) দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে কেউই নারী ছিলেন না। কবিতা খানম ৩১ বছর  দেশের বিভিন্ন জায়গায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। তার বাড়ি নওগাঁয়। তার প্রয়াত স্বামীও বিচারক ছিলেন। ২০১১ সালে তিনি মারা যান। ২০১৩ সালে কবিতা খানম অবসরে যান। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে আওয়ামী লীগের দেয়া নামের তালিকায় কবিতা খানমের নাম ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *