ব্রিকসে পুতিন-সি জিনপিংয়ের সঙ্গে কি কথা হচ্ছে নরেন্দ্র মোদির!

Slider বিচিত্র

35844_pm-modi

 

ভারতের গোয়ায় আজ শুরু হচ্ছে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা- ব্রিকস) শীর্ষ সম্মেলন। এখানে অনুষ্ঠানের ফাঁকে আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানে পুতিনের কাছে মোদি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবেন। এর মধ্যে রয়েছে, রাশিয়া সম্প্রতি পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় যোগ দিয়েছে। এ নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরবেন মোদি। এ ছাড়া ভারত প্রত্যাশা করছে যেসব দেশ সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে একটি চুক্তিতে সমর্থন দেবে রাশিয়া। এ খবর দিয়েছে ভারতের অনলাইন টাইমস অব ইন্ডিয়া। অর্থনীতি নিয়ে মূল আলোচনার কথা থাকলেও ৫ জাতির বার্ষিক এ সম্মেলনে ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিষয়টিকে গুরুত্ব দেবে। তবে এক্ষেত্রে পাকিস্তানের স্বার্থের প্রতি চীন যে অবিচল সমর্থন দিয়ে যাচ্ছে তাতে সমঝোতার প্রয়োজন হবে ভারতের জন্য। আজই এ নিয়ে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় একটি বৈঠক হওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির। ওই বৈঠকে বিষয়টি তিনি উত্থাপন করবেন বলে মনে করা হচ্ছে। ব্রিকস আলোচনার ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় সন্ত্রাসের বিষয়টি মোদি প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন সূত্রগুলো। রাশিয়ায় নিয়োজিত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ বলেছেন, আমাদের উদ্বেগের বিষয়টি রাশিয়া ভেবে দেখবে বলে আমাদের আস্থা রয়েছে। পাকিস্তানের সঙ্গে রাশিয়ার প্রথম সামরিক মহড়ার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে পঙ্কজ শরণ এ কথা বলেন। তাকে পুতিনের সঙ্গে মোদির বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। জবাবে পঙ্গজ বলেন, আমি এজেন্ডা নিয়ে পূর্বেই ধারণা দেয়ার পক্ষে নই। তবে আমি মনে করি যখনই ভারত বা রাশিয়ার স্বার্থের বিষয়টি আসবে তখনই তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে।
ব্রিকস যেকোনো সন্ত্রাসের নিন্দা জানিয়েছে অতীতে। কিন্তু এ বছর ভারত চাইছে সম্মেলন থেকে যে বিবৃতি দেয়া হবে তাতে একটি প্যারা থাকবে। তাতে যেসব দেশ সন্ত্রাসীদের আশ্রয় দেয় তাদের বিষয়ে কি করা হবে এবং সন্ত্রাসে অর্থায়ন কিভাবে বন্ধ করা যায় তা যুক্ত হবে। একটি সূত্র বলেছেন, আমরা বলছি না যে, কে বা কারা সন্ত্রাসীদের অর্থ যোগান দিচ্ছে। কিন্তু তাদের কথা বলছি যারা সরাসরি তাদেরকে অস্ত্র দিচ্ছে। আমরা আশাবাদী বিবৃতিতে সেই বিষয়গুলো প্রতিফলিত হবে। একজন কর্মকর্তা বলেছেন, ব্রিকসে বক্তব্য রাখার সময় জি-২০ সম্মেলনের ধারা অনুসরণ করতে পারেন মোদি। উল্লেখ্য, হাঙ্গঝুতে জি-২০ শীর্ষ সম্মেলনে পাকিস্তানের নাম উল্লেখ না করেন নরেন্দ্র মোদি বলেছিলেন, দক্ষিণ এশিয়ার একটি দেশই সন্ত্রাসের এজেন্টদের ছড়িয়ে দিচ্ছে। জেইএম প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে জাতিসংঘ প্রস্তাবিত অবরোধের বিষয়ে টেকনিক্যাল সমর্থন এখনও দেয় নি চীন। কিন্তু তারা সি জিনপিং ও মোদির বেঠকের আগেই তাদের এ পদক্ষেপের পক্ষে জোরালোভাবে কথা বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *