ডিমলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু

Slider রংপুর

Screenshot_2017-02-04-23-07-09

 

 

 

 

 

 

 

 

 

মোঃ জাহিদুল ইসলাম ডিমলা প্রতিনিধিঃ।। নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ ফেব্র“য়ারী শনিবার সকাল ১০.০০ ঘটিকা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে যাচাই বাছাই কমিটির মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রনয়নের জন্য ৭ সদস্যের প্রতিনিধি দল কার্যক্রম শুরু করেন।

যাচাই বাছাই কমিটির সদস্যগণ হলেন সভাপতি, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার। তার অনুপস্থিতের সভাপতিত্ব করেন জেলা কমান্ডার বা তার প্রতিনিধি সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী। সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কেন্দ্রী কমান্ড কাউন্সিলের প্রতিনিধি মোঃ আব্দুস সবুর খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সামছুল হক, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিনিধি মোঃ ফকরুজ্জামান ও জামুকা প্রতিনিধি আনোয়ার হোসেন।
সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার জানান অত্র উপজেলা ১০ ইউনিয়ন থেকে গত ২০১৪ সালে ৪শত জন মুক্তিযোদ্ধার জন্য অনলাইনে আবেদন করেন। তাদের মধ্যে থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রনয়নের লক্ষ্যে আজ যাচাই বাছাই কার্যক্রম শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *