বইপড়া উৎসবের প্রতিযোগিতা ১৭ ফেব্রুয়ারী

Slider সারাদেশ

IMG_20170204_144715 (1)

সিলেট প্রতিনিধি :: সিলেটের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠেয় বইপড়া উৎসবের প্রতিযোগিতামূলক পরীক্ষা আগামী ১৭ ফেব্রুয়ারি শুক্রবার।

ওই দিন সকাল ১০টায় নগরীর লামাবাজারস্থ মদনমোহন কলেজ ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা সেলিনা হোসেনের ‘গল্পটা শেষ হয়না’ এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ গ্রন্থ থেকে পরীক্ষায় অংশ নেবে।

বইপড়া উৎসবের প্রবর্তক ও জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ইনোভেটর’র নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব জানান, দু’টি গ্রন্থ থেকে পৃথক পৃথক প্রশ্নপত্রে নির্দিষ্ট বিভাগের শিক্ষার্থীরা নৈর্ব্যক্তিক পদ্ধতিতে এ পরীক্ষায় অংশ নেবে।

তিনি জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে। পরীক্ষায় বই গ্রহণকারী সকল শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে ২০০৬ সাল থেকে এ অনুষ্ঠান চলে আসছে।

উৎসবের দশম আসরের উদ্বোধন হয় গত বছরের ২০ ডিসেম্বর। আগামী মার্চে পুরস্কার বিতরণের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *