দেশে ভোটার ১০ কোটি ১৭ লাখ

Slider সারাদেশ

32b2df0c2754a69251c8a9b2686b1111-EC

 

 

 

 

 

 

ঢাকা; দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৫০২ জন ও নারী ৫ কোটি ৩ লাখ ৭ হাজার ৫৪৮ জন। ভোটার তালিকা হালনাগাদ শেষে নির্বাচন কমিশন থেকে আজ বুধবার এ তথ্য পাওয়া গেছে।

হালানাগাদ শেষে ১২ লাখ ১৬ হাজার ৯৬৯ নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১৫ হাজার ৪০৮ জন ও নারী ৫ লাখ ১ হাজার ৫৬১ জন। এর আগে কমিশন গত ১ জানুয়ারি হালনাগাদ করা খসড়া ভোটার প্রকাশ করে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। যাচাই বাছাইয়ে প্রায় দেড় লাখের মত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *