আরও ৫ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসতে চায় অনুসন্ধান কমিটি

Slider জাতীয়

51423_f

 

ঢাকা; নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত অনুসন্ধান কমিটি আরও পাঁচ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসবে।
আজ সোমবার ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে অনুসন্ধান কমিটির মতবিনিময় সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ১ ফেব্রুয়ারি বেলা তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পাঁচজনের সঙ্গে এ মতবিনিময় হবে। দ্বিতীয় পর্বে যে পাঁচজন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হবে তারা হলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ। আজকের মতবিনিময় সভা নিয়ে সচিব বলেন, বিশিষ্ট নাগরিকেরা সৎ, যোগ্য, নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচন কমিশন যেন গঠন করা হয়, সেই পরামর্শ দিয়েছেন। আর রাজনৈতিক দলগুলোকে পাঁচটি করে নাম দিতে অনুসন্ধান কমিটি যে আহ্বান জানিয়েছে, তাতে এখনো কেউ সাড়া দেয়নি। সচিব বলেন, নাম জমা দেওয়ার জন্য আগামীকাল বেলা তিনটা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আগে ছিল বেলা ১১টা পর্যন্ত। নাম পাওয়ার পর বিকেলেই অনুসন্ধান কমিটি তা নিয়ে আলোচনায় বসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *