স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: পুলিশ পৃথক অভিযান চালিয়ে চোলাইমদ ও ফেন্সিডিল সহ ৩জনকে আটক করেছে।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরের হাতিমারা এলাকা থেকে ৩৩০ বোতল ফেন্সিডিলসহ ফাতেমা বেগম(৩৫) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
ফাতেমা বেগম পাবনার বনপাড়া থানার বড়াইল, গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। তারা স্বপরিবারে হাতিমারা এলাকার মনির সরকারের বাসায় ভাড়া থাকতো।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক(এসআই) মো. জাকির হোসেন জানান, শনিবার বেলা দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাতিমারা এলাকার মনির সরকারের বাসার ভাড়াটিয়া ফাতেমা বেগমের রুমে তল্লাশী করা হয়। এসময় তার রুমের একটি ওয়াড্রোবের ভেতর থেকে ৩৩০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। ওই সময় তার স্বামী বাসায় ছিলো না। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে জেলা গোয়েন্দা শাখার(ডিবি) একটি টিম টঙ্গীর ভরান মাজার এলাকা থেকে ১৯ লিটার চোলাই মদ সহ নজরুল ইসলাম(৩২) ও আসাদ মিয়া(৩৫) কে আটক করেছে।