কেনিয়া সফরে গণপূর্ত মন্ত্রী

Slider ফুলজান বিবির বাংলা

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্তঃ ইউএন-হ্যাবিটেট এসেম্বলির প্রথম অধিবেশনে যোগ দিতে কেনিয়ার রাজধানী নাইরোবি সফরে যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার রাতে নাইরোবির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, নাইরোবিতে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী ইউএন-হ্যাবিটেট এসেম্বলির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সরকারি, বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের যোগ দেয়ার কথা রয়েছে।

অধিবেশনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অধিবেশনে রোহিঙ্গা সমস্যাসহ নগর উন্নয়ন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি। এছাড়া রোহিঙ্গা সমস্যার ওপর গুরুত্বারোপ করে অধিবেশনের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানের কথা রয়েছে গনপূর্ত মন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *