শেখ হাসিনা হিটলারের মতো মানুষ খুন করছেন : খালেদা জিয়া

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

70480_Khaleda-Zia

গ্রাম বাংলা ডেস্ক: শেখ হাসিনা হিটলারের মতো মানুষ খুন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, দেশে প্রতিনিয়ত গুম, খুন চলছে। জনগণের নিরাপত্তা নেই। মানুষ বলে শেখ হাসিনা স্বৈরাচার। আমি বলবো তিনি শুধু স্বৈরাচার নন, তিনি নব্য হিটলার। হিটলারের মতো তিনি মানুষ খুন করছেন।
তিনি আজ শনিবার বিকেলে নাটোরের নবাব সিরাজউদ-দৌলা সরকারি কলেজ মাঠে ২০দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

খালেদা জিয়া বলেন, এই সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এমনকি গুম-খুনের ব্যাপারেও আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন অ্যাজেন্সিকে ব্যবহার করছে সরকার।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার সারাদেশকে কারাগারে পরিণত করেছে। দেশে এমন কোনো দল নেই যাদের রাজনৈতিক কর্মী কারাগারের বাইরে আছেন। এই সরকারের বিরুদ্ধে কথা বললেই যে কাউকে মামলা দিয়ে কারাগারে নিক্ষিপ্ত করা হচ্ছে। হয়রানি করা হচ্ছে। সরকার ঠুনকো অজুহাতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছে বলেও অভিযোগ করেন খালেদা।

তিনি বলেন, দেশে খুন-গুম-অপহরণ চলছে। এই খুন-গুমে সরকার দলীয় লোকজন জড়িত। তারা আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে।

তিনি বলেন, আজ সারাদেশে বিদ্যুৎ নেই। সরকার লুটপাটের জন্য বারবার বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়িয়েছে। এখন আবার দাম বাড়ানোর পাঁয়তারা করছে। এবার দাম বাড়ালে জনগণ মেনে নেবে না।

এ দেশে বিনিয়োগ আসছে না অভিযোগ করে খালেদা জিয়া বলেন, দেশী বিদেশী কেউ বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না। কেউ বিনিয়োগ করলেই ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগকে চাঁদা দিতে হয়। তাই দেশে বিনিয়োগ হচ্ছে না। দেশে দারিদ্রতা বেড়ে যাচ্ছে।

সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, পাসের সংখ্যা বেশি দেখিয়ে তারা বাহবা নিচ্ছে। আজ হাসিনা ঘরে ঘরে বেকার তৈরি করছেন। তারা এটা সুপরিকল্পিতভাবে করছে। এই ষড়যন্ত্র চলতে পারে না, চলতে দেয়া যায় না।

সরকার একে একে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে মন্তব্য করে চেয়ারপারসন বলেন, সরকার বিচার বিভাগ, আইন বিভাগ, দুদক, স্বাস্থ্যখাত, শিক্ষাখাত ধ্বংস করে দিচ্ছে। তারা বিচারপতিদের অভিসংশোনের আইন পাস করে বিচারপতিদের চাপের মধ্যে রাখছে। সরকারের মতো রায় না দিলে তাদের পদ হারাতে হবে। এখন শিক্ষাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে- যে গড়ে সবাই জিপিএ ফাইভ পাচ্ছে।

বিএনপি চেয়ারপারসন বলেন, আমাদের লক্ষ্য উন্নতি। দেশের উন্নতি। জনগণের মঙ্গল। আর এ সরকারের উদ্দেশ্য লুটপাট। তারা লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। তারা বিদেশ থেকে সাহায্য আনে তা জনগণের কপালে জোটে না। তা নিজেরা ভাগবাটোয়ারা করে নেয়।

নাটোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শমসের মোবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শাসসুজ্জামান দুদু, ডা. জেড এম জাহিদ, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু প্রমুখ।

২০ দলের নেতাদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, কল্যাণপার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মাদ ইব্রাহীম বীর প্রতীক, জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা ইসহাক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *