এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার হাতিবান্ধা রেল স্টেশনের কাছে ট্রেনেকাটা পড়ে জিল্লুর রহমান জিল্লু কসাই (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতীবান্ধা রেল স্টেশন এলাকায় রেল লাইন পার হওয়ার সময় লালমনিরহাট থেকে বুড়িমারী গামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে জিল্লুর রহমান এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় লালমনিরহাট বুড়িমারী রেল লাইনে হাতীবান্ধা রেল স্টেশনের কাছেই এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। হাতীবান্ধা রেল স্টেশন মাস্টার মো. নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।