হারের মুখে বাংলাদেশ, মুশফিক হাসপাতালে

Slider খেলা
WELLINGTON, NEW ZEALAND - JANUARY 16:  Mushfiqur Rahim of Bangladesh is stretchered into an ambulance after being struck in the helmet by a delivery from Tim Southee of New Zealand during day five of the First Test match between New Zealand and Bangladesh at Basin Reserve on January 16, 2017 in Wellington, New Zealand.  (Photo by Hagen Hopkins/Getty Images)
WELLINGTON, NEW ZEALAND – JANUARY 16: Mushfiqur Rahim of Bangladesh is stretchered into an ambulance after being struck in the helmet by a delivery from Tim Southee of New Zealand during day five of the First Test match between New Zealand and Bangladesh at Basin Reserve on January 16, 2017 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

 

ডেস্ক; ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেও হারের মুখে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠে বাংলাদেশ আজ তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬০ রান তুলতে সক্ষম হয়।
এতে পঞ্চম দিনে স্বাগতিক নিউজিল্যান্ডকে জিততে হলে ৫৭ ওভারে করতে হবে মাত্র ২১৭ রান। পট্রথম ইনিংসে নিউজল্যান্ড করেছিল ৫৩৯ রান। হারের চেয়েও বড় দুসংবাদ হলো অধিনায়ক মুশফিকুর রহীমের আঘাত। টিম সাউদির বলে গেলমেটের পেছনে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মুশফিক্ সেখান থেকে তাকে সরাসরি নেয়া হয় হাসপাতালে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ৫০ রান করেন সাব্বির রহমান। প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি করা সাকিব আউট হন শূন্য রানে। মুশফিক ৫৩ বলে ১৩ রান করে মসাঠ ছাড়েন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৩টি, ওয়াগনার ও স্যান্টনার ২টি করে উইকেট নেন। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *