লালমনিরহাটে ডিজিটাল মেলার উদ্ভোদ্বন করলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

Slider রংপুর
16117871_612193418966570_1907089227_n
এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতিমঞ্চ প্রাঙ্গণে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ । আজ শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, মানুষ এক সময় ডিজিটাল সরকার ব্যবস্থার কনসেপ্ট নিয়ে ব্যাঙ্গ করতো। কিন্তু আজ তারাই ডিজিটাল সেবা নিয়ে সবচেয়ে বেশি উল্লাস করছেন। বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী এমপি। এ সময় অনেকের মধ্যে বক্তব্য রাখেন- লালমনিরহাটের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, পুলিশ সুপার এস এম রশিদুল হক ও বীর মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম কানুসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *