রংপুর: রংপুরে উদ্ধোধন হলো নতুন ৩৩ কিঃমিঃ পানির পাইপ লাইন। রোববার লালবাগ এলাকায় বাঘ চত্বরে নতুন পানির পাইপ লাইনের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু (প্রতিমন্ত্রী)।
সিটি কর্পোরেশন সূত্রে জানাগেছে, নগরীর ধাপ মেডিকেল মোড় থেকে লালবাগ রেল গেইট পর্যন্ত ১০ ইঞ্চি ব্যাস এর ৭ কিলোমিটার, ৮ ইঞ্চি ব্যাসের ১০ কিলোমিটার ও ৬ ইঞ্চি ব্যাসের ১৬ কিলোমিটার সহ মোট ৩৩ কিলোমিটার নতুন পানির লাইন স্থাপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের ২৮ ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিস আলী, রংপুর সিটি কর্পোরেশনের ২২।ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল করিম বকুল, কাউন্সিলর আকরাম হোসেন, রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুরের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত, রসিকের উপ সহকারী প্রকৌশলী ওয়াহিদুর রহমান, মহানগর দোকান মালিক সমিতির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিঠু, লালবাগ ব্যবসায়ী সমিতির সভাপতি কছিউদ্দীন, সাধারন সম্পাদক আশরাফুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী নিধুরাম অধিকারী, আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম, বিশিষ্ট
ঠিকাদার খায়রুল কবীর রানা প্রমুখ ।
উল্লেখ্য ৩৭ জেলা শহর পানি সরবরাহ প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশনের ০৩, ০৯, ১৬, ২০, ২৩, ২৮ নং ওয়ার্ডে ৬ কোটি ৫৪ লক্ষ ৫৬ হাজার ৭৭৬ টাকা টাকা ব্যয়ে খাবার পানি সরবরাহ কাজ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর এবং রংপুর সিটি কর্পোরেশনের পানি সরবরাহ শাখা যৌথ তত্ত্বাবধায়নে প্রকল্পের কাজটি হবে ।