আগামী বিশ্বইজতেমা সুন্দর ও সফল হবে– স্বরাষ্ট্রমন্ত্রী

Slider জাতীয়

15934153_1744035412579903_1413175123_o

 

 

 

 

 
আলীআজগর পিরু: গাজীপুর মহানগর টঙ্গীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আগামী ৫২তম বিশ্বইজতেমা সুন্দর হবে,সফল হবে। আমরা সব সময় প্রস্তুত রয়েছি। আমাদের প্রধানমন্ত্রী সব সময় বিশ্বইজতেমার প্রতি খেয়াল রাখছেন, আরো কি সহযোগিতা করা যায় তারও খোঁজ খবর নিচ্ছেন তিনি। হজ্বের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত হলো বিশ্বইজতেমা। কে কোন রাজনীতি করেন তার ভেদাভেদ ভুলে তারা এখানে কাজ করেন এবাদত করেন।গাজীপুরের টঙ্গীতে ৫২তম বিশ্ব ইজতেমা ২০১৭ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমুলক পর্যালোচনা সভায় রবিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোশের টঙ্গী অঞ্চলে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ওইসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো: জাহিদ আহসান রাসেল এমপি, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজিপি (এডমিন) ড. মো: জাবেদ পাটোয়ারী, গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আমজত উল্যাহ খান, গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশীদ, সিটি কর্পোশেরনর ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, ইজতেমা মুরুব্বী ইঞ্জি: মেজবা উদ্দিন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্বইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন।
বিশ্বইজতেমাকে ঘিরে কোন জঙ্গী সংগঠনের হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন হুমকি আমাদের কাছে নেই। আমাদের গোয়েন্দাবাহিনী কাজ করছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকষ। কাজেই আমরা মনে করি যা কিছুই চিন্তা ভাবনা আছে সবগুলো মাথায় নিয়েই আমরা কাজ করছি।
প্রধান অতিথির বক্তব্যবে মুক্তযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, এ বছর বিশ্বইজতেমা নিয়ে আমাদের সামনে বিশেষ চ্যালেঞ্জ রয়েছে। আমরা আশা করি আমাদের সচেতনতা একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ব ইজতেমার মুরুব্বীদের সহযোগিতা নিয়েই আমরা ওই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। আমরা কোন রকম অনিরাপত্তার কথা ভাবছিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *